বাগমারায় এনজিও পরিচালকের বিরুদ্ধে প্রতারণার মামলা

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

বাগমারার ভবানীগঞ্জ বাসষ্টান্ড সংলগ্ন বেসরকারি এনজিও ‘গোল্ডেন স্টার সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি’র পরিচালক সাইদুর রহমানের বিরুদ্ধে প্রতারনা করে দশ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। বাগমারার হাট গাঙ্গোপাড়া বাজারের কাপড় ব্যবসায়ী আবু জাফর বাদী হয়ে রাজশাহীর আমলী আদালতে মামলাটি করেছেন।মামলা হয়েছে। বাগমারার হাটগাঙ্গোপাড়া বাজারের কাপড় ব্যবসায়ী আবু জাফর বাদী হয়ে রাজশাহীর আমলী আদালতে মামলাটি করেছেন। এর আগে নদী ফাউন্ডেশনে ম্যানেজার হিসাবে দায়িত্ব পালনকালে প্রতারক সাইদুর রহমান একাধিক গ্রাহকের প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাত করে। এই বিষয়ে একাধিক ভুক্তভোগী গ্রাহকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুনানির জন্য সাইদুর রহমানকে নোটিশ দেন। কিন্তু নোটিশ পাওয়ার পরও প্রতারক সাইদুর রহমান ইউএন’ও কার্যালয়ে হাজির না হয়ে নোটিশ অমান্য করে। এ কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানার ওসিকে নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।
মামলা সূত্রে জানা গেছে, ‘গোল্ডেন স্টার সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি’র পরিচালক সাইদুর রহমান জমি ক্রয় করে শেয়ারে ফিডমিল স্থাপনের প্রলোভন দিয়ে কাপড় ব্যবসায়ী আবু জাফরের কাছে থেকে সম্প্রতি দশ লাখ টাকা নেয়। কিন্তু টাকা নেওয়ার পর সাইদুর রহমান প্রতিশ্রুতি অনুযায়ী জমি ক্রয় ও ফিডমিল স্থাপন না করে সেই টাকা আত্মসাৎ করে। পরে এ নিয়ে সালিশি বৈঠকে টাকা ফেরত দেওয়ার জন্য চলতি বছরের ১ জুন তারিখের কথা বলে সাইদুর রহমান। দেয় চেকও। কিন্তু ১ জুন আবু জাফর জনতা ব্যাংক পিএলসি হাটগাঙ্গোপাড়া শাখায় নিজ হিসাব নম্বরে চেকটি জমা দিয়ে টাকা তুলতে গেলে পরের দিন চেকটি ডিজঅনার হয়। এর জেরে সাইদুর রহমানের বিরুদ্ধে আদালতে চেক জালিয়াতির মামলা করেন ব্যবসায়ী আবু জাফর। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসির উদ্দিন জানান, বিচারক মামলাটি আমলে নিয়ে আসামীর বিরুদ্ধে সমন জারি করেছেন। এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত সাইদুর রহমান দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সমাধান করা হবে বলে জানায়।

আরো দেখুনঃ