বাগমারার হাটগাঙ্গোপাড়ায় মঙ্গলবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উদ্যোগে ঝটিকা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বামপন্থী ও গনতান্ত্রিক শক্তির সরকার গঠনের আহবানে ১৪ নভেম্বর ঢাকায় সিপিবির জাতীয় সমাবেশ সফল করাল লক্ষে সিপিবির বাগমারা উপজেলা কমিটির ব্যানারে এই ঝটিকা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলটি হাটগাঙ্গোপাড়া সবজি বাজার থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের তেঁতুল তলা তিন মাথার মোড়ে আয়োজিত পথসভায় মিলিত হয়। পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবিদ হোসেন, সিপিবির রাজশাহী জেলা সভাপতি জুলফিকার আলী গোলাপ, জেলা কমিটির সদস্য যথাক্রমে- হুমায়ন রেজা জেসু, আফতাব হোসেন কাজল, সেলিনা পারভিন ও আবুল কাসেম, বাগমারা উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বিজন সরকার, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, সিপিবির বাগমারা উপজেলা কৃষক কমিটির সভাপতি মাষ্টার ইমাজ উদ্দিন ও আক্কাছ আলী প্রমুখ।
বক্তারা আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের উপর পুলিশী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের তালিকা প্রনয়ন, বিচার ও সুচিকিৎসা-ক্ষতিপুরণ-পুনর্বাসন নিশ্চিত করণ এবং আইনের শাসন প্রতিষ্ঠা, পথে-ঘাটে জানমালের নিরাপত্তা বিধান ও জীবিকার অনিশ্চয়তা দুর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি জোর দাবি জানান।
jn