বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
বাগমারায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সালেহা-ইমারত ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে রোববার দুপুরে উপজেলা সদর ভবানীগঞ্জ নিউমার্কেট মিলনায়তন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম মাহমুদ হাসান।
সালেহা-ইমারত ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজশাহী-৪, (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের সভাপতিত্বে ও উপজেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুলের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস তহুরা হক, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেল আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকু, সহ-সভাপতি এ্যাভোকেট আফতাব উদ্দিন আবুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম ঠান্ডু, সোনাডাঙ্গা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, বাসুপাড়া ইউপি চেয়ারম্যান মাষ্টার লুৎফর রহমান, হামিরকুৎসা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী ও মচমইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রতীক দাস রানা প্রমুখ।