বাগমারায় কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বাগমারা প্রতিনিধি।।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বাগমারায় উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা সদর ভবানীগঞ্জস্থ বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর কমপ্লেক্স ভবনের অডিটরিয়াম হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ তাজবুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী খাঁন। বাগমারা উপজেলা কৃষক লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মহসিন আলী খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার বাবুর সঞ্চালনা অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা কৃষক লীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম, আফসার আলী, সামসুদ্দিন, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমরান আলী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মতিউর রহমান ও ভূমি বিষয়ক সম্পাদক মকলেছুর রহমান প্রমুখ।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ