বাগমারায় কৃষি জমিতে পুকুরখননের দায়ে ৫ জনের কারাদন্ড

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

বাগমারার বাসুপাড়া ইউনিয়নের নাককাটি বিলে অবৈধভাবে পুকুর খননের দায়ে ভ্রাম্যমান আদালতে ড্রেজারের (ভেকু) চালকনসহ পাঁচ জনের এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

কারাদন্ড প্রাপ্তরা হলেন- সিরাজুল ইসলাম, তরিকুল ইসলাম, শিপন, আলমগীর হোসেন ও আরিফুল ইসলাম। শনিবার সন্ধ্যায় বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা এই রায় দেন।

জানা গেছে, বাগমারায় পুকুর খনন চক্রের মুল হোতা বাসুপাড়া ইউনিয়নের শ্রীপুর-রামনগর গ্রামের আব্দুস সাত্তার মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা করে সাঁইপাড়া গ্রামের নাককাটি বিলে তিন ফসলি কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন শুরু করেন।

প্রতিদিন সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত পুকুর খননের নামে ট্রাক্টরযোগে এলাকার বিভিন্ন ইটভাটায় তিনি জমির টপসয়েল বিক্রয় করছিলেন। এতে জমির উর্বরতা শক্তি কমে যাওয়ার পাশাপাশি ট্রাক্টরযোগে বিভিন্ন ইটভাটায় মাটি সরবরাহ করায় এলাকার পাকা রাস্তার ব্যাপক ক্ষতি হয়। এ কারণে এলাকার লোকজন বাধা দিলেও তাদের পাত্তা না দিয়ে হুমকি-ধামকি দিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে আব্দুস সাত্তার অবৈধভাবে পুকুর খনন কাজ চালিয়ে যেতে থাকেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা বলেন, এলাকার কৃষকদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে পুকুর খননের দায়ে ড্রেজারের চালকনসহ পাঁচ জনকে আটক করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। সেই সাথে সংশ্লিষ্ট সরকারি কোনো দপ্তরের অনুমোতি না থাকায় ওই অবৈধ পুকুর খনন বন্ধ করে দেওয়া হয়েছে।

আরো দেখুনঃ