বাগমারায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাগমারা উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপি’র সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক অধ্যাপক কামাল হোসেনের নেতৃত্বে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার সন্ধ্যায় ভবানীগঞ্জ আলু হাটায় অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুর রাজ্জাক, বড়বিহানালী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন, সোনাডাঙ্গা ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা এ্যাডভোকেট মোজাফ্ফর হোসন, তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, ঝিকরা ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান ও যোগীপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক প্রমূখ।
এর আগে অধ্যাপক কামাল হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪, বাগমারা আসনে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় দলীয় নেতা-কর্মিদের সাঙ্গে নিয়ে পাঁচ শতাধিক মোটরসাইকেলের একটি বিশাল বহর নিয়ে বাগমারার তাহেরপুর পৌরসভা থেকে উপজেলা সদর উপজেলা পর্যন্ত একটি শোডাউন দেন।