বাগমারা, রাজশাহী প্রতিনিধি।।
বাগমারায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গৃহবধূ জাহানারা বিবিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। ওই ঘটনায় বৃহস্পতিবার নিহত জাহানারা বিবির ছেলে মাহাবুর রহমান মামুন বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে কয়েক দিন আগে বাসুপাড়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামের হানিফ উদ্দিন মোঙ্গলার একটি পানবরজ ভেঙ্গে গুড়িয়ে দেয় তার ভাতিজা এসরাইল হোসেন। ওই ঘটনার পর থেকেই দুইপক্ষের মধ্যে বিরোধ চলছিল।
বুধবার সকালে হানিফ উদ্দিন মোঙ্গলার স্ত্রী জাহানারা বিবি ছেলে মাহাবুর রহমান মামুনের সঙ্গে মোটর সাইকেলযোগে মেয়ের বাড়িতে যাওয়ার সময় এসরাইল হোসেন, আব্দুল কুদ্দুস, তারেক, জয়নাল ও আলা উদ্দিনের নেতৃত্বে ৮-৯ জন ব্যক্তি তাদের উপর হামলা চালিয়ে হাসুয়া ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় মা-ছেলেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে জাহানারা বিবি মারা যান।
থানার ওসি আমিনুল ইসলাম আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com