বাগমারায় ডালিম হোসেন নামে ১৪ বছরের এক তরুণ গোসল করতে পুকুরে নেমে পানিতে ডুবে মারা গেছে। সে গনিপুর ইউনিয়নের কাজিহাটা গ্রামের রহিদুল ইসলামের একমাত্র ছেলে। তার মা আফরোজা বেগম মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে ভাসমান অবস্থায় ছেলের লাশ দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে পরিবারের পক্ষ থেকে কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে থানার ওসি তৌহিদুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন।
jn