বাগমারায় গ্রাহকের অর্ধকোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে বেসরকারী এনজিও সেবা সোসাইটি। এই ঘটনায় কামনগর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জহুরুল হকসহ ১৭ জন ভুক্তভোগী গ্রাহক সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুলিশ অভিযান চালিয়ে ওই এনজিও’র সভাপতি মামুনুর রশিদকে গ্রেফতার করেছে। থানার ওসি তৈহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বাসুপাড়া ইউনিয়নের নন্দনপুর গ্রামের বাসিন্দা মামুনুর রশিদ, আবুল আসাদ, কামাল হোসেন, খাদিজা খাতুন ও মুনিরা বিবিসহ পরিবারে নয়জন সদস্য মিলে সম্প্রতি চিকাবাড়ী বাজারে ‘সেবা সোসাইটি লি:’ ও ‘সেবা মিনিয়েচার বিজসেন কো-অপারেটিভ সোসাইটি লি:’ নামে দুটি পারিবারিক এনজিও চালু করেন। এরপর তারা প্রতারনা করে কামনগর গ্রামের জহুরুল হকের কাছে থেকে আট লক্ষ টাকা এবং সাঁইপাড়া গ্রামের মজনুর রহমানের কাছে থেকে তিন লক্ষ পঁচাত্তর হাজার, কামাল হোসেনের কাছে থেকে পাঁচ লক্ষ আটাশ হাজার ও আফজাল হোসেনের কাছে থেকে চার লক্ষ টাকাসহ ১৭ জন ভূক্তভোগী গ্রাহকের কাছে থেকে প্রায় অর্ধকোটি টাকা আমানত সংগ্রহ করেন। এরপর সম্প্রতি অফিসে তালা দিয়ে লাপাত্তা হয়ে যান ওই প্রতারক চক্র। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, ভূক্তভোগী গ্রাহকদের অভিযোগের সত্যাতা পাওয়ায় তাৎক্ষনিকভাবে ওই এনজিও’র পরিচালকসহ অন্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে ওই এনজিও’র সভাপতি মামুনুর রশিদকে গ্রেফতার করে।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com