বাগমারায় চাঁদাবাজদের বিরুদ্ধে জিডি করায় যাত্রাগাছি বাজারের ভেটেরিনারি ওষুধ ও ফিড ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনকে পিটিয়ে জখম করেছে চেয়ারম্যান বাহিনীর লোকজন। আহত ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সম্প্রতি যাত্রাগাছি বাজারে মোটর সাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনের ভাগিনা মুন্না আহত হয়। এই ঘটনায় মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে যাত্রাগাছি এলাকার বখাটে ফায়সাল ও ফরহাদ হোসেনের বিরুদ্ধে থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করেন। মাড়িয়া ইউপির ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আশরাফুল ইসলামের নেতৃত্বে চিকিৎসা খরচ বাবদ ৭০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি নিষ্পত্তি করে দেন। কিন্তু ব্যক্তিগত সহকারি এনামুল হকসহ চেয়ারম্যান বাহিনীর কয়েকজন লোক মোয়াজ্জেম হোসেনের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। মোয়াজ্জেম চাঁদা দিতে রাজি না হওয়ায় তাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ব্যবসায়ী মোয়াজ্জেম আসেন থানায় একটি জিডি করেন। ওই জিডির বিষয়ে পুলিশ তদন্ত করে সত্যতা প্রমাণ পাওয়ায় এসআই আনোয়ার হোসেন আদালতে আসামিদের বিরুদ্ধে ৫০৬/২ ধারায় প্রসিকিউশন মামলা করেন। এই ঘটনার পর মাড়িয়া ইউপির ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আশরাফুল ইসলামের ব্যক্তিগত সরকারি এনামুল হকের নেতৃত্বে মাহফুজ ও শহিদুল ইসলামসহ ৫-৬ জন লোক বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় যাত্রাগাছি বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় এবং ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনকে পিটিয়ে জখম করে। এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে মাড়িয়া ইউপির ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আশরাফুল ইসলাম ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনকে মারধরের কথা স্বীকার করলেও এ ঘটনার সঙ্গে তার কোন সম্পৃক্ততা নাই বলে অস্বীকার করেছেন।