বাগমারায় চেয়ারম্যানের দীঘিতে বিষ দিয়ে কোটি টাকার মাছ নিধন
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানের একটি দীঘিতে বিষ দিয়ে ওই দীঘিতে চাষ করা সব মাছ মেরে ফেলেছে দূর্বৃত্তরা। এতে ওই চেয়ারম্যানের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। এই ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে।
জানা গেছে, উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বোয়ালিয়া বিলে নিজের চার বিঘা এবং এলাকার কৃষকদের কাছে থেকে কিছু জমি লীজ নিয়ে সম্প্রতি একটি দীঘি খনন করে পরিকল্পিতভাবে মাছচাষ শুরু করেন।
সবে মাত্র ওই দীঘিতে চাষ করা মাছগুলো বড় হয়ে উঠতে শুরু করেছে। গতকাল মঙ্গলবার ভোর রাতে শত্রæতা করে ওই দীঘির পানিতে বিষ ঢেলে দেয় দূর্বৃত্তরা। এতে বিষক্রিয়ায় দুপুরের দিকে ওই দীঘির চাষকৃত রুই, কাতলা, মৃগেল, সিলভারকাপ, জাপানী রুই, কালবাউস ও গ্রাসকাপসহ বিভিন্ন প্রজাতীর চাষ করা সব মাছ মরে পানিতে ভেসে উঠতে থাকে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীঘিতে বিষ দেওয়া হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান সাংবাদিকদের জানান।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।