আবু বাককার সুজন।।
বাগমারায় প্রতারক তিন ভাই ওয়ারিশ মূলে বোনকে জমির দখল না দিয়ে প্রতারণার মাধ্যমে বাবা-মায়ের সমস্ত সম্পত্তি আতœসাতের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় মঙ্গলবার ঝিকরা ইউনিয়নের কুদাপাড়া গ্রামে নিজ বাসায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলন করে আপন ভাইদের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন ভুক্তভোগী বোন রাহেলা বিবি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাহেলা বিবির স্বামী আব্দুল খালেক, ছেলে রিয়াজুল ইসলাম ও ভাসুর খাজা ময়েন উদ্দিন।
সংবাদ সম্মেলনে রাহেলা বিবির স্বামী আব্দুল খালেক লিখিত বক্তব্যে দাবি করেন, বাগমারার ঝিকরা ইউনিয়নের ঝিকরা রাজারামপুর গ্রামের আলহাজ¦ দবির উদ্দিন ও তার স্ত্রী আফজান বিবি প্রায় ১৫ বছর পূর্বে তিন ছেলে ও এক মেয়ে ওয়ারিশ রেখে মারা যান। এর পর থেকেই তাদের প্রতারক তিন ছেলে মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, তাহেরপুর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত প্রদর্শক আব্দুল আজিজ ও সিংসারা স্কুল এন্ড কলেজের ধর্মীয় শিক্ষক নজির উদ্দিন তাদের এক মাত্র ওয়ারিশ বোন রাহেলা বিবিকে বঞ্চিত করে বাবা-মায়ের সমস্ত সম্পত্তি অবৈধভাবে ভোগদখল করে আসছেন। রাহেলা বিবি ভাইদের কাছে ওয়ারিশমূলে প্রাপ্ত সম্পত্তির অংশ নিতে গেলে প্রতারক ভাইয়েরা তাকে ও তার স্বামীকে হত্যার হুমকি দেয়। এছাড়া সম্প্রতি ওই তিন প্রতারক ভাই যোগসাজ করে তাদের এক মাত্র বোন রাহেলা বিবিকে বাবা-মায়ের সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে প্রতারণার মাধ্যমে স্থাবর-অস্থাবর সমস্ত সম্পত্তি আতœসাতের উদ্দেশ্যে তারা নিজ নিজ নামে পৃথক ছাহামে ভোগদখলের জন্য আদালতে একটি আবেদন করেছেন বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
আরএইচ/অননিউজ