দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে জাতীয় পার্টির (লাঙ্গল প্রতীক) প্রার্থী আবু তালেব প্রামানিকের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় ভবানীগঞ্জ দলীয় কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির প্রার্থী আবু তালেব প্রামানিক।
উপজেলা সমাজকল্যান বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা জাপার সিনিয়র সহ-সভাপতি দুলাল উদ্দিনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- উপজেলা জাপার সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাগর হোসেন, যুগ্নধর্ম বিষয়ক সম্পাদক রমজান আলী, কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ঝিকরা ইউনিয়ন জাপার সভাপতি জালাল উদ্দিন, বাসুপাড়া ইউনিয়ন জাপার সভাপতি আব্দুল হান্নান, উপজেলা জাতীয় ছাত্রসমাজের সদস্য সচিব সোহেল রানা ও সদস্য মাসুদ রানা প্রমুখ।
এফআর/অননিউজ