বাগমারা প্রতিনিধি।।
আগামী ২২ আগষ্ট বাগমারার হাটগাঙ্গোপাড়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিতব্য জাতীয় শোক দিবসের অনুষ্ঠান সফল করতে আওয়ামী লীগের উদ্যোগে প্রচার মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিকেলে হাটগাঙ্গোপাড়া তেতুলতলা মোড় থেকে প্রচার মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে হাটগাঙ্গোপাড়া হাইস্কুল মাঠে আলোচনা সভায় বক্তব্য দেন- রাজশাহী জেলা আ.লীগের সহসভাপতি ও রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, আ.লীগের কেন্দ্রীয় শিক্ষা ও মানব সম্পদ উপকমিটিরি সদস্য ও জেলা আ.লীগের উপদেষ্টা কমিটির সদস্য ড. পি,এম সফিকুল ইসলাম, বাগমারা উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি সহকারি অধ্যাপক এমদাদুল হক, গোবিন্দপাড়া ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম শেখ, সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য আফজাল হোসেন, যুগ্নসম্পাদক আবু সাইদ, যুগ্নসম্পাদক আসাদুজ্জামান আসাদ, ইউপি সদস্য মাসুদ রানা ও আউচপাড়া ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা রেজাউল ও মাসুম প্রমুখ।
এফআর/অননিউজ