বাগমারা, রাজশাহী প্রতিনিধি।।
র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে বাগমারায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সমবায় অধিদপ্তরের উদ্যোগে শনিবার দুপুরে উপজেলা চত্বর থেকে একটি র্যালী ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন রাজশাহী -৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়াম্যান অনিল কুমার সরকার। বাগমারা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমন চৌধুরীর সভাপতিত্বে ও আত-তিজারা কেএসএস লিমিটেড’র বিনিয়োগ প্রকল্প পরিচালক দুরুল হুদার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান আকন্দ, রাজশাহী বিভাগীয় শ্রেষ্ঠ সমবায়ী সংগঠক আব্দুল হালিম, সোনার বাংলার এমডি জাহাঙ্গীর আলম, তোরা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান ও নদী ডেভেলপমেন্টের এমডি শরিফ উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠান শেষে এলাকার জনসাধারনের জন্য উন্নয়নে বিশেষ অবদান রাখায় আত-তিজারা কেএসএস লিমিটেড, সোনার বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ও তোরা ফাউন্ডেশনকে বিভিন্ন ক্যাটাকরিতে বিশেষ পুরষ্কার প্রদান করা হয়।
এফআর/অননিউজ