বাগমারা প্রতিনিধি।। বাগমারা উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল বুধবার বিকেলে ভবানীগঞ্জ হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা জাতীয় পার্টির আহবায়ক সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল হোসেন।
প্রধান আলোচক ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সামসুদ্দিন রিন্টু। বাগমারা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী আবু তালেব প্রামানিকের সভাপতিত্বে ও ডা: নাজমুল ইসলাম টিপুর সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম বরুণ, সাবেক দপ্তর সম্পাদক মাইনুল ইসলাম, সদস্য জনাবুর রহমান বিপুল, পুঠিয়া উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি এনামুল হক, চারঘাট উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মশিউর রহমান, দূর্গাপুর উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক নওসাদ আলী, স্থানীয় জাতীয় পার্টির নেতা দুলাল উদ্দিন, আব্দুল হান্নান, রহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন ও এস.এম জাহিদুল ইসলাম প্রমূখ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে আবু তালেব প্রামানিককে সভাপতি এবং ডা: নাজমুল ইসলাম টিপুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট বাগমারা উপজেলা জাতীয় পার্টির নতুন কমিটি গঠন করা হয়।