নিজস্ব প্রতিবেদক।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে আবু তালেব প্রামানিক লাঙ্গল প্রতীকে বিজয়ী হয়ে হারানো গৌরব ফিরিয়ে আনতে চান। এ লক্ষ্যে এখন থেকেই তিনি মরিয়া হয়ে
ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে কুশল বিনিময় করে প্রচারনা চালাচ্ছেন পুরোদমে।
রাজশাহী-৪ (বাগমারা) আসনটি ১৯৮১ থেকে ১৯৯১ সাল পর্যন্ত জাতীয় পার্র্টির দখলে ছিল। নানা কারণে ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে জাতীয় পার্টি তৃতীয় স্থানে চলে যায়। এ দু’টি নির্বাচনে বিএনপি ও ৪ দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ আবু হেনা বিজয়ী হন। এরপর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে আ.লীগের প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক বিজয়ী হন। সেই থেকে জাতীয় পাটির ধস নামতে শুরু করে। দুর্বল হয়ে পড়ে পার্টির সাংগঠনিক কাঠামো। এমনি এক বিপর্যয়ের মুখে বিশিষ্ট ব্যবসায়ী আবুল তালেব প্রামানিক বাগমারায় জাতীয় পার্টির হাল ধরেন। আল্প দিনের মধ্যেই তিনি জাতীয় পার্টিকে চাঙ্গা করে তুলেন। মাঠ পর্যায়ে নেতাকর্মীদের আরো চাঙ্গা করতে এবং জাতীয় পার্টির অস্তিত্ব প্রমাণ করতে বিগত ২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে আবু তালেব প্রামানিক চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে সম্মানজনক (২০ হাজার ৭০০) ভোট পেয়েছিলেন। আবু তালেব প্রামানিক ১৯৮৩ সালে উত্তর বঙ্গের প্রবীণ রাজনীতিবিদ প্রয়াত মন্ত্রী সরদার আমজাদ হোসেনের হাত ধরে জাপার ছাত্র রাজনীতিতে যুক্ত হন। ছাত্র রাজনীতি থেকে ১৯৮৭ সালে তিনি বাগমারা উপজেলা জাপার যুব সম্পাদক নির্বাচিত হন। এরপর ১৯৯০ সালে উপজেলা জাপার সভাপতি এবং জেলা জাপার সহসভাপতি নির্বাচিত হয়ে বর্তমান পর্যন্ত তিনি এ দু’টি পদে দায়িত্ব পালন করে আসছেন।
বর্তমান সরকারের বিভিন্ন্ধসঢ়; কর্মকান্ডের সমালোচনা করে আবু তালেব বলেন, গত সংসদে জাপা মহাজোটের শরীক দলে এবং বর্তমান সংসদে বিরোধী দল হিসাবে থাকলেও তৃণমূল পর্যায়ে তা-কর্মিদের কোনো মূল্যায়ন করা হয়নি। কাজেই আসন্ন নির্বাচনে তিনি এ আসনে জাপার একক প্রার্থী হিসাবে মাঠে নেমেছেন।
তিনি আরো জানান, তার নেতৃত্বে বাগমারায় বর্তমানে জাপা ভালো আবস্থায় ফিরে এসেছে। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা এখন উজ্জীবিত। তার লাঙ্গল প্রতীকের প্রতি ক্রমেই যেভাবে গণজোয়ার সৃষ্টি হচ্ছে তাতে তার বিজয় শতভাগ নিশ্চিত বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরএইচ/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com