রাজশাহীর বাগমারায় ঈদ উপলক্ষে টিকটক বানানোর জন্য উল্টো দিকে বসে মোটরসাইকেল চালিয়ে ভিডিও করতে গিয়ে সড়ক দূর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত ও অপর দুই বন্ধু আহত হয়েছে। নিহত স্কুল ছাত্রের নাম মিঠুন হোসেন (১৫)। সে গণিপুর ইউনিয়নের লাউপাড়া গ্রামের সাহাদ আলীর এক মাত্র ছেলে ও একডালা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। আহত একই গ্রামের সৈকত হোসেন ও নাজমুল হককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সোমবার বিকেলে মিঠুন হোসেন তার দুই বন্ধু সৈকত হোসেন ও নাজমুল হককে সঙ্গে নিয়ে দুটি মোটরসাইকেল উল্টো দিকে চালিয়ে ঈদ উপলক্ষে টিকটকের জন্য ভিডিও করছিল। এ সময় মোহনগঞ্জ-শ্রীপুর সড়কের গোয়ালকান্দা মোড়ে টিকটকের দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে বটগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মিঠুন ঘটনাস্থলেই মারা যায়।