বাগমারা প্রতিনিধি।।
বিএনপির পদযাত্রা সফল করতে বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান ডি.এম জিয়াউর রহমান জিয়া দলীয় নেতা-কর্মিদের সঙ্গে নিয়ে বাগমারার হাটগাঙ্গোপাড়ায় লিফলেট বিতরণ করেছেন।
বিএনপির এক দফা দাবি বাস্তবায়নের লক্ষে দলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বৃহস্পতিবার বিকেলে হাটগাঙ্গোপাড়াস্থ ইউনিয়ন ভূমি অফিস চত্বর থেকে শুরু করে পুরো বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এবং রাস্তার মোড়ে মোড়ে উপস্থিত লোকজনের মাঝে এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব সামসুজজোহা বাদশা, গোবিন্দাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাষ্টার সৈয়দ আলী, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, আউচপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সামসুদ্দিন, সাধারণ সম্পাদক প্রভাষক সৈয়ব হোসেন, সাংগঠনিক সম্পাদক পলাশ উদ্দিন শাহ, যুগ্নসম্পাদক সামসুল আলম, যুবদল নেতা সিদ্দিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মুনতাজুর রহমান, ফিরোজ, সোহেল রানা, রাকিবুর রহমান, শাহিন, যুবদল নেতা মামুন, গোলাম রহমান, আলমগীর হোসেন ও ইমরান আলী প্রমুখ।
এফআর/অননিউজ