বাগমারায় ডিএম জিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪, বাগমারা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রধান শিক্ষক ডি.এম জিয়াউর রহমান জিয়া স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
ঢাকা থেকে ফিরে শনিবার সন্ধ্যায় বাগমারা উপজেলা প্রেসক্লাবে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বিএনপির মনোনয়ন পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদের কথা ব্যক্ত করেন।
তবে দল যাকে মনোনয়ন দিবে দলের স্বার্থে তিনি ধানের শীষের পক্ষেই থাকবেন বলেও মন্তব্য করেন। এ সময় অন্যদের বক্তব্য দেন- রাজশাহী জর্জ কোর্টের এপিপি অ্যাডভোকেট নাসির উদ্দীন, নরদাশ ইউপির প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাগমারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক শামসুজজোহা বাদশা, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, বাগমারা উপজেলা তাঁতী দলের আহবায়ক মামুনুর রশিদ মামুন, উপজেলা জিসাস সভাপতি আব্দুল জলিল, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার সৈয়দ আলী, সাধারণ সম্পাদক শাহনাজ পারভিন, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল শাহ, মাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুজুর আলী, আউচপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন কারিগর ও উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান মুকুল প্রমূখ।