বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
বাগমারায় এক তরুনীকে মারধর করে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় সোমবার ৫ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
জানা গেছে, নরদাশ ইউনিয়নের সুজনপালশা গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশি মেহেদী হাসান, আব্দুর রশিদ ও মাইনুল ইসলামের নেতৃত্বে ৫-৬ জন ব্যক্তি আব্দুল জব্বারের বাড়িতে অতর্কিতভাবে হামলা চালিয়ে তাকে মারধর করে। এ সময় বাধা দিতে গেলে হামলাকারিরা ভিকটিম তরুনীকেও মারধর করে এবং শ্লীলতাহানি করে।
এ বিষয়ে থানার ওসি আমিনুল ইসলাম বলেছেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।