বাগমারার উপজেলা সদর ভবানীগঞ্জ-দেউলা বাসস্ট্যান্ড মোড় সংলগ্ন ডোবা থেকে তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই শিশুর নাম রুহি হোসেন (৩)।
সে বাসুপাড়া ইউনিয়নের দেউয়া গ্রামের ইকবাল হোসেনের এক মাত্র ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শিশু রুহি বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে দুপুর সাড়ে ১২ টার দিকে বাড়ির পাশে একটি ডোবা থেকে শিশু রুহির লাশ উদ্ধার করা হয়।
থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে নিহত শিশুর লাশের ময়না তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com