বাগমারা, রাজশাহী প্রতিনিধি।।
বাগমারায় তৃণমূল আ.লীগের উদ্যোগে বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার দুপুরে উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, বাংলাদেশস আ.লীগের কেন্দ্রীয় শিক্ষা ও মানব সম্পদ উপকমিটির সদস্য ও জেলা আ.লীগের উপদেষ্টা কমিটির সদস্য ড. পি,এম সফিকুল ইসলাম, জেলা আ.লীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টু ও তাহেরপুর পৌরসভা আ.লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ। নরদাশ ইউপির সাবেক চেয়ারম্যান প্রধান শিক্ষক আব্দুর রেিশদের সভাপতিত্বে সামবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- গোয়ালকান্দি ইউপির চেয়ারম্যান আলমগীর সরকার, শ্রীপুর ইউপির চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা, গোবিন্দপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মাষ্টার সুরাত আলী, গোগিপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল ও জেলা মৎস্যজীবি লীগের সভাপতি আবুল কালাম আযাদসহ আরো অনেকে।
এফআর/অননিউজ