বাগমারায় দরজার সামনে ইট গেঁথে বাড়িতে প্রবেশের রাস্তা বন্ধ করল প্রতিবেশি

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার হেদায়েতীপাড়া মহল্লার আবুল কালাম শেখ নামে এক স্বর্ন ব্যবসায়ীর জমি দখলে নিতে বাড়ীর দরজার সামনে ইট গেঁথে বাড়িতে প্রবেশের পথ বন্ধ করে দিয়েছেন প্রতিবেশি দুই ভাই ইসরাইল হোসেন ও শরিফুল ইসলাম।

এ কারণে ওই বাড়িতে প্রবেশ কিংবা ঘর থেকে বের হওয়ার কোন পথ না থাকায় প্রায় ১৫ দিন ধরে ঘরের মধ্যে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন পরিবারের লোকজন। এই ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারি কমিশনার (ভূমি) ও পৌর কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগী আবুল কালাম শেখ।

জানা গেছে, যোগীপাড়া ইউনিয়নের শান্তপাড়া গ্রামের স্বর্ন ব্যাবসায়ী আবুল কালাম শেখ বিগত ২০১৯ সালে ভবানীগঞ্জ পৌরসভার তক্তপাড়া মহল্লার খোরশেদ আলম ও তার স্ত্রী জাহিদী বেগমের কাছে থেকে পাকা বাড়িসহ ৪.৯৬ শকত জমি ক্রয় করে সপরিবারে ওই বাড়িতে বসবাস করে আসছেন।

ভূক্তভোগী আবুল কালাম শেখ বলেন, তার বাড়ির সামনে একটু ফাকা জমি রয়েছে। ওই জমি দখলে নিতে প্রতিবেশি ময়েজ উদ্দিনের দুই ছেলে ইসরাইল হোসেন ও শরিফুল ইসলাম তার পরিবারের লোকজনের উপর বিভিন্নভাবে অত্যাচার করে আসছে। এর আগেও একাধিকবার বাঁশের বেড়া দিয়ে তার বাড়িতে প্রবেশের পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই সময় দায়িত্বে থাকা ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে সেই বেড়া খুলে দেওয়া হয়।

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি বদলী হওয়ায় তারা এবার দরজার সামনে ইট গেঁথে প্রাচীর দিয়ে বাড়িতে প্রবেশের পথ একেবারেই বন্ধ করে দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি দ্রুত খতিয়ে দেখা হবে।

আরো দেখুনঃ