বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিশেষ কর্মসূচীর মধ্যে দিয়ে দুই দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বাগমারা উপজেলা বিএনপির আহŸায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রধান শিক্ষক ডি.এম জিয়াউর রহমান জিয়ার সার্বিক সহযোগীতায় ফ্যাসিবাদী শেখ হাসিনার পতনের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার ও বুধবার দুই দিনব্যাপী এই কর্মসূচী গ্রহণ করা হয়। এ উপলক্ষ্যে মাড়িয়া মহাবিদ্যালয় চত্বর থেকে হাটগাঙ্গোপাড়া-দামনাশ সড়কে র্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। র্যালি ও আনন্দ মিছিল শেষে বিকেলে মাড়িয়া-বাকশৈইল তিন রাস্তার মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার সৈয়দ আলী, সাধারণ সম্পাদক শাহনাজ পারভিন আদুরী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু আহম্মেদ, ইউনিয়ন তাঁতী দলের সাধারণ সম্পাদক স্বপন মন্ডল,
সাংগঠনিক সম্পাদক দুলাল বিশ^াস, ৮নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ও স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক মোহর আলী প্রমূখ।