বাগমারা প্রতিনিধি।।
বাগমারায় ৮২ টি মন্ডপে সুষ্ঠুভাবে দূর্গাপূজা উদযাপন উপলক্ষে সোমবার উপজেলা পরিষদ হল রুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে ভিডিও কলে বক্তব্য দেন রাজশাহী-৪, বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক গোলাম সারোয়ার আবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ, সাধারণ সম্পাদক শীতেন্দ্রনাথ প্রামানিক ও যুগ্নসম্পাদক নিমাই চন্দ্র প্রমুখ।
এফআর/অননিউজ