বাগমারায় দ্বিগুন ভোটে নৌকার প্রার্থী কালাম বিজয়ী
বাগমারা, রাজশাহী প্রতিনিধি।।
রাজশাহী-৪ (বাগমারা) আসনে টানা তিন বারের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হককে দ্বিগুন ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ বিজয়ী হয়েছেন।
অধ্যক্ষ আবুল কালাম আজাদ নৌকা প্রতীকে মোট ভোট পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৯৮৩। তার বিপরীতে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক পেয়েছেন ৫৩ হাজার ৮১২ ভোট।
এছাড়া এই আসনে এবার মোট ৬ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেছিলেন। তাদের মধ্যে চারজন জামানত হারিয়েছেন। তারা হলেন, জাতীয় পার্টির প্রার্থী আবু তালেব প্রামানিক লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫১৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী বাবুল হোসেন মাথাল প্রতীকে ৮৭৩ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির জিন্নাতুল ইসলাম জিয়া আম প্রতীকে ৫৬০ ভোট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আান্দোলনের প্রার্থী সাইফুল ইসলাম রায়হান নোঙ্গর প্রতীকে পেয়েছেন ১৪৯ ভোট। রাজশাহীর ৬টি আসনের মধ্যে রাজশাহী-৪ (বাগমারা) আসনে এবার সবচেয়ে বেশি পরিমান ভোট পড়েছে।
বাগমারা উপজেলা নির্বাচন অফিসার আব্দুল মজিদ জানান, এই আসনে এবার মোট ৫৩% ভোট কাষ্ট হয়েছে।
এফআর/অননিউজ