বাগমারায় এবার নতুন আঙ্গিকে যাত্রা শুরু করলো বেসরকারি সমাজসেবামূলক প্রতিষ্ঠান আলোর বাংলা ফাউন্ডেশন। বিভিন্ন বাঁধা বিপত্তি ও প্রতিকুল সমস্যার কারণে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিলো।
অবশেষে সবধরণের বাঁধা বিপত্তি, প্রতিকুল পরিস্থিতি ও আইনগত জটিলতা কাটিয়ে নতুন পরিচালনা পরর্ষদের উদ্যোগে ইসলামী শরিয়া মোতাবেক প্রতিষ্ঠানটি শনিবার থেকে পুনরায় চালু করা হয়েছে।
এ উপলক্ষে আলোর বাংলা ফাউন্ডেশনের ভবানীগঞ্জ নিউ মার্কেটস্থ কার্যালয়ে প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক গ্রাহক, শেয়ার হোল্ডার ও বিনিয়োগকারীদের অংশগ্রহনে গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে মচমইল ডিগ্রি কলেজের অধ্যাপক মমতাজুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- ভবানীগঞ্জ কলেজের প্রভাষক সাইফুল ইসলাম বাবু, সাবেক সেনা সদস্য মজনু রহমান, বাগমারার বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল হোসেন, ব্যবসায়ী জুয়েল রানা, সাইফুল ইসলাম, আব্দুল আজিজ, নাজিম উদ্দিন, এনামুল হক ও প্রতিষ্ঠানের শাখা পরিদর্শক কামরুল হাসান প্রমুখ। নতুন পরিচালনা পরর্ষদের উদ্যোগে নতুন আঙ্গিকে ইসলামী শরিয়া মোতাবেক প্রতিষ্ঠানটি পুনরায় চালু হওয়ায় গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।