বাগমারায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন উজ্জল হোসেন।
গতকাল বুধবার অনুষ্ঠানিকভাবে তিনি ইউএনও হিসাবে নতুন কর্মস্থলে যোগদান করেন। এর আগে বাগমারার ইউএনও হিসাবে দায়িত্ব পালন করেন এএফএম আবু সুফিয়ান।
মঙ্গলবার তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বদলী হন। এ দিকে নবাগত ইউএনও উজ্জল হোসেন গতকাল বেলা ১১ টার দিকে বাগমারায় নতুন ইউএনও হিসেবে কর্মস্থলে যোগদানের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নতুন ইউএনও উজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় একই পদে কর্মরত ছিলেন।
এফআর/অননিউজ