দীর্ঘদিন মামার বাড়িতে থাকার পর অবশেষে নিজে বাড়ি নির্মাণ করে বসবাসের ইচ্ছা ছিল সবুজ হোসেনের। সেই লক্ষে সম্প্রতি ইট দিয়ে পাকাবাড়ি নির্মাণ কাজ শুরু করেন ওই যুবক।
কিন্তু সেই আশা তার আর পুরন হলো না। নির্মাণরত বাািড়র দেওয়ালে পানি দিতে গিয়ে পা পিছলে নিচে পড়ে প্রাণ হারান তিনি। ঘটনাটি বাগমারা উপজেলার বড়বিহানালী ইউনিয়নের বড় বিহানালী গ্রামে ঘটেছে।
জানা গেছে, ভবানীগঞ্জ ফাজিল মাদরাসার শিক্ষক সামশুল হক চাকরীর সুবাদে দীর্ঘদিন ধরে সহপরিবারে ভবানীগঞ্জে বসবাস করতেন। কিন্তু তার ছেলে সবুজ হোসেন তাদের জন্মস্থানে বসবাসের উদ্দেশ্যে বড় বিহানালী গ্রামে গিয়ে নিজ উদ্যোগে ইট দ্বারা চার কক্ষ বিশিষ্ট একটি পাকাবাড়ি নির্মাণ কাজ শুরু করেন। কিন্তু রোববার সন্ধ্যায় নির্মাণরত বাড়ির দেওয়ালে উঠে ইটের গাঁথুনিতে পানি দেওয়ার সময় অসাবধানতায় তিনি পা পিছলে নিচে পড়ে যান।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
একে/অননিউজ24