রাজশাহী-৪ (বাগমারা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে। গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে এই সংবর্ধনা দেয়া হয়।
এ উপলক্ষ্যে রমজানপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন আ.লীগের সভাপতি প্রভাষক আশরাফুল ইসলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কছিমুদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন- রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, জেলা আ.লীগের উপদেষ্টা কমিটির সদস্য ড. পি,এম সফিকুল ইসলাম, জেলা আ.লীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টু, জেলা আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান, বাগমারা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল, তাহেরপুর পৌর আ.লীগের সভাপতি আবু বাক্কার মুনছুর মৃধা, গোয়ালকান্দি ইউপির চেয়ারম্যান আলমগীর সরকার, আউচপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান সরদার জান মোহাম্মদ, গোবিন্দপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান বিজন সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান মাষ্টার সুরাত আলী, ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি মাষ্টার আক্তারুজ্জামান বুলবুল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, প্রধান শিক্ষক গুলবর রহমান, জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাছিমা আক্তার, সহকারি শিক্ষক শাহিদা আলম, তরুণলীগ নেতা এসএম এনামুল হক, ছাত্রলীগ নেতা আব্দুল মজিদ, আসাদুজ্জামান ও আবু সাইদ প্রমূখ। শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান।
এফআর/অননিউজ