দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪, (বাগমারা) আসনে আ.লীগের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদকে বিজয়ী করার লক্ষ্যে বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় শিক্ষা ও মানব সম্পদ উপকমিটির সদস্য ও জেলা আ.লীগের উপদেষ্টা কমিটির সদস্য ড. পি.এম সফিকুল ইসলাম ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকা প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারনা, গণসংযোগ ও কুশল বিনিময় করছেন।
মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিনব্যাপী তিনি নৌকার সমর্থকদের সঙ্গে নিয়ে উপজেলা শুভডাঙ্গা ইউনিয়নের বারুইপাড়া, বিগপাড়া, তেগাছী, বাইগাছা, বসন্তপুর ও পানিশাইলসহ বিভিন্ন গ্রামে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করেন। এ সময় সঙ্গে ছিলেন- শামীম রেজা, নিজাম উদ্দিন, জয়নাল আবেদীন, জয়েন উদ্দিন, আব্দুস সালাম, হাসানুজ্জামান, বুলেট ইসলাম ও মোসতাক আহম্মেদ শান্ত প্রমূখ।