রাজশাহী-৪, (বাগমারা) আসনে আ.লীগের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ শুক্রবার মাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ, কুশল বিনিময় ও পথসভা করেছেন।
কাঁঠালবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে পথসভায় বক্তব্য দেন- রাজশাহী অ্যাডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, আ.লীগের কেন্দ্রীয় শিক্ষা ও মানব সম্পদ উপকমিটিরি সদস্য ড. পি,এম সফিকুল ইসলাম, জেলা আ.লীগের সহসভাপতি অ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টু, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, তাহেরপুর পৌর আ.লীগের সভাপতি আবু বাক্কার মুনছুর, শ্রীপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন ও হামিরকুৎসা ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ।
এফআর/অননিউজ