বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নের খাজুর গ্রামে পল্লীবিদ্যুতের আগুনে এক ভ্যানচালকের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এই অগ্নিকান্ডে গরু, ছাগল, হাঁস-মুরগী ও নগদ টাকাসহ বাড়ির সমস্ত মালামাল ও আসবাবপত্র পুড়ে ওই ভ্যানচালকের প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, সোমবার সকালে খাজুর গ্রামের মৃত গয়ের আলীর ছেলে ভ্যানচালক কোরবান আলীর বাড়িতে পল্লীবিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এই আগুন মূহুর্তের মধ্যে পুরো বাড়ির টিনের চালায় ছড়িয়ে পড়ে। ভ্যানচালক কোরবান আলী জানান, আগুনে বাড়ির সমস্ত মালামাল ও আসবাবপত্রসহ পুরো বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এফআর/অননিউজ