বাগমারার হাট গাঙ্গোপাড়ায় পল্লী বিদ্যুতের আগুনে আকবর মার্কেটের ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওইসব দোকানের সমস্ত মালামাল পুড়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, পল্লী বিদ্যুতের লো-ভোল্টেজেরে কারণে বুধবার ভোর রাতে হাট গাঙ্গোপাড়া বাজারে আকবর মার্কেটে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এই আগুন মূহুর্তের মধ্যে পুরো মার্কেটে টিনের চালায় ছড়িয়ে পড়ে। এতে ওই মার্কেটের কয়েকটি মুদি দোকান, ফলের দোকান ও দুটি ঔষধের দোকানসহ মোট ১৫টি দোকানের সমস্ত মালামালসহ পুরো মার্কেট পুড়ে যায়। খবর পেয়ে একঘন্টা পর বাগমারার শিকদারি ও মোহনপুর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দমকল দ্বারা পোড়া মার্কেটে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রন করেন।
মার্কেটের ঔষধ ব্যবসায়ী হারান চন্দ্র, মুদি ব্যবসায়ী আবু তালেব ও ফল ব্যবসায়ী রাজু আহম্মেদ জানান, পল্লী বিদ্যুতের লো-ভোল্টেজেরে কারণে আগুন লেগে তাদের দোকানের সমস্ত মালামাল পুড়ে সয়লাভ হয়ে গেছে। এতে তারা নি:স্ব হয়ে গেছেন।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com