বাগমারায় মসজিদে হামলা চালিয়ে এক পল্লী চিকিৎসককে হত্যার চেষ্টার মামলায় জহুরুল ইসলাম নামে এক সন্ত্রাসীকে পুলিশ গ্রেফতার করেছে। সে যোগীপাড় ইউনিয়নের বারুইহাটি গ্রামের নাজির শাহর ছেলে। থানার ওসি অরবিন্দ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার জুম্মার নামাজের পর বারুইহাটি মসজিদে পল্লী চিকিৎসক মোস্তাফিজুর রহমানের উপর জহুরুল ইসলামের নেতৃত্বে ৩-৪ জন সন্ত্রাসী হামলা চালায়। হামলাকারীরা মোস্তাফিজুর রহমানকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে তার মাথা ফাটিয়ে দেয় এবং হাত ও পা ভেঙ্গে দেয়। স্থানীয় লোকজন গুরুত্বর জখম অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
এই ঘটনায় জহুরুল ইসলামসহ ৩ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা চেষ্টার মামলা হওয়ার পর মঙ্গলবার রাতে জহুরুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।
এফআর/অননিউজ