বাগমারায় পুকুর থেকে স্কুলছাত্রের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্কুল ছাত্রের নাম সবুজ হোসেন। সে হাট মাধনগর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র। তারা বাড়ি নরদাশ ইউনিয়নের হাট মাধনগর গ্রামে। তার বাবার নাম আব্দুর রাজ্জাক। জানা গেছে, শনিবার বিকেলে কাষ্টনাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন লটার পুকুরে স্থানীয় লোকজন সবুজ হোসেনের ভাসমান লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। এরপর হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ সেখান থেকে তার লাশ উদ্ধার করে। পুলিশের ধারনা প্রেম ঘটিত কারণে সবুজ হোসেনকে পিটিয়ে হত্যার পর তার লাশ ওই পুকুরে ডুবিয়ে লাখা হয়েছে। প্রাথমিক তদন্তে লাশের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। থানার ওসি তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে ময়না তদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে
জানিয়েছেন।
একে/অননিউজ24