বাগমারায় প্রতিবেশির কান্ড!

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

বাগমারার হামিরকুৎসা ইউনিয়নের হামিরকুৎসা গ্রামের কৃষক সাইদুর রহমানের বসতবাড়ীর দরজার সামনে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে প্রতিবেশিরা।

এ কারণে বাড়ি থেকে বের হতে না পারায় বাড়ির মধ্যে অবরুদ্ধ হয়ে পড়েছেন ওই কৃষক পরিবারের লোকজন। প্রতিকার চেয়ে রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগী কৃষক সাইদুর রহমান।

সরজমিনে ও অভিযোগ সূত্রে জানা গেছে, হামিরকুৎসা গ্রামের মৃত ওসমান আলীর ছেলে সাইদুর রহমানের সঙ্গে প্রতিবেশি শওকত আলী ও তার ভাই শাহজাহান আলীর মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তাছাড়া সাইদুর রহমানের বসতবাড়ির পাশে প্রতিবেশি তৈয়ব আলীর একটি বেল গাছ রয়েছে। ওই বেল গাছ থেকে সবসময় বেল ঝরে পড়ে সাইদুর রহমানের বসতবাড়ির টিনের চালার ব্যাপক ক্ষতি হয়। এ কারণে সাইদুর রহমান ও তার স্ত্রী মর্জিনা বেগম কয়েকদিন আগে তৈয়ব আলীকে ওই বেলগাছটি কেটে নেওয়ার জন্য অনুরোধ করেন।

এর জেরে প্রতিবেশি তৈয়ব আলী এবং শওকত আলী ও তার ভাই শাহজাহান আলী একজোট হয়ে গত বুধবার সাইদুর রহমানের বসতবাড়ীর পশ্চিম পাশে ও পূর্বপাশে দুই দরজার সামনে বাঁশের বেড়া দিয়ে ওই বাড়িতে প্রবেশের রাস্তা বন্ধ করে দেন। এ কারণে বাড়ি থেকে বের হতে না পারায় সাইদুর রহমান ও তার পরিবারের লোকজন বর্তমানে বাড়ির মধ্যে অবরুদ্ধ হয়ে পড়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত শওকত আলী ও তার ভাই শাহজাহান আলী বলেন, সাইদুর রহমানের বসতবাড়ির মধ্যে তাদের পোনে এক শতক জমি রয়েছে। ওই জমির দখল না দেওয়ায় তারা তাদের ক্রয়করা জমিতে বাঁশের বেড়া দিয়ে সাইদুর রহমানের বাড়িতে প্রবেশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে তারা স্বীকার করেন।

অপরদিকে তৈয়ব আলী অভিযোগ করেন, সাইদুর রহমানের স্ত্রী মর্জিনা বেগম সব সময় ঝগড়া করে। এ কারণে তার বাড়ির পূর্ব দিকের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে বলে তিনিও স্বীকার করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, এটি একটি অমানবিক ঘটনা। এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি।

বিষয়টি দ্রুত খতিয়ে দেখা হবে।

আরো দেখুনঃ