বাগমারায় শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে।
প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষ্যে সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বাগমারা উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক জয়ন্ত কুমার সরকারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা যথাক্রমে-মাহমুদা সিদ্দিকা, রেজাউল কামাল ফারুক, খলিলুর রহমান শেখ, আব্দুল্লাহ আল মামুন, রবিউল হাসান, প্রধান শিক্ষক জাহেদুর রহমান, প্রধান শিক্ষক বিদেশ কুমার সরকার, প্রধান শিক্ষক ইকবাল হোসেন, সহকারী শিক্ষক আব্দুস সালাম, রুস্তম আলী ও আফজাল হোসেন প্রমূখ।
এফআর/অননিউজ