বাগমারায় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন জেলা যুবদলের সদস্য সচিব টুটুল
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

বাগমারার যোগীপাড়া ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত আন্ত: জেলা ফুলবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে। রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম টুটুল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুক্রবার বিকেলে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগীপাড়া ফুটবল টুর্নামেন্টের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা আরিফুল ইসলাম, প্রধান পৃষ্ঠপোষক রকিবুল ইসলাম সিদ্দিক, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আব্দুল মালেক মানিক, সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক শাহাদত হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর মাসুদুর রহমান মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান টিপু, উপজেলা যুবদলের সদস্য সচিব উজ্জল হোসেন, ভবানীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক দুলাল হোসেন, ভবানীগঞ্জ পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ন আহবায়ক নাজমুল হোসেন ও আলমগীর হোসেন প্রমুখ।