বাগমারায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

বাগমারায় ভবানীগঞ্জ ক্লিনিকের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সাকলে হাটগাঙ্গোপাড়া কারিগরি কলেজ চত্বরে আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪, বাগমারা আসনে জামায়াতের এমপি প্রার্থী ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক জামায়াতের নায়েবে আমীর ডা. আব্দুল বারী সরদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন- বাগমারা উপজেলা জামায়াতের আমীর কামরুজ্জামান হারুন, সেক্রেটারী অধ্যাপক অহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সূরা সদস্য আশরাফুল হক, সূরা সদস্য মুরতোজ্জা হুসাইন, উপজেলা জামায়াতের শ্রমিক কল্যাণ সেক্রেটারী আইনুল হক, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক, বাসুপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাইনুল ইসলাম, সেক্রেটারী আতাউর হমান, শুভডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর সাহার আলী, গোবিন্দপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক বাবুল হুসাইন, আউচপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর আল আমিন, নরদাশ ইউনিয়ন জামায়াতের আমীর মমতাজ উদ্দিন, জামায়াত নেতা অধ্যাপক আব্দুস ছালাম, উপজেলা শিবির সভাপতি মিকদাদ হোসেন ও সাবেক সভাপতি সাইফুল ইসলাম প্রমূখ। এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক ডা. আব্দুল বারীসহ ১২ জন অভিজ্ঞ চিকিৎসক সকাল থেকে সারাদিন ব্যাপী বিভিন্ন রোগে আক্তান্ত রোগীদের বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।