বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নের দামনাশ বাজার থেকে মানসিক ভারসাম্যহীন এক যুবক নিখোঁজ হয়েছে।
যুবকের নাম খলিলুর রহমান (২৬)। সে কোনো কথা বলতে পারে না। এই ঘটনায় তার বাবা মাষ্টার আনিসুর রহমান থানায় একটি জিডি করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, দামনাশ গ্রামের মাষ্টার আনিছুর রহমানের ছেলে খলিলুর রহমান ছোট বেলা স্বাভাবিকভাবেই কথা বলতে পারতো। কিন্তু হঠাৎ করে এক রোগে অক্রান্ত হওয়ার পর সে বাক শক্তি হারিয়ে ফেলে। সে আর কোনো কথা বলতে পারে না। এই অবস্থায় বাক প্রতিবন্ধী (মানসিক ভারসাম্যহীন) খলিলুর রহমান বাড়ি থেকে বেরিয়ে দামনাশ বাজার গিয়ে আর ফিরে আসেনি। কেউ তার খোঁজ পেলে সংশ্লিষ্ট থানায় অথবা ০১৭৯৩-৯৭২৪৬০ নম্বরে ফোন করে জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এফআর/অননিউজ