বাগমারা, রাজশাহী প্রতিনিধি।।
বাগমারায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশান (বাজুস) এর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সংগঠনের চেয়ারম্যান সায়েম সোবহান আনভিরের নেতৃত্বে সোমবার সারাদেশব্যাপী দিবসটি পালিত হয়। এর আলোকে বাজুস রাজশাহী জেলার সফল সভাপতি মোহাম্মদ মানিক, সাধারন সম্পাদক ডাবলু ও কোষাধ্যক্ষ রায়হান আলীর নির্দেশনায় বাজুস বাগমারা উপজেলা শাখা কর্তৃক নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপিত হয়।
এ উপলেক্ষ্যে সকাল ১০ টায় বাজুস বাগমারা উপজেলা শাখার সভাপতি রকিবুল ইসলাম রেন্টু ও সাধারন সম্পাদক রহিদুল ইসলাম কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর বাজুস বাগমারা উপজেলার সকল সদস্যদের সমন্বয়ে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা সদর ভবানীগঞ্জ গোডাউন মোড় থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এরপর ভবানীগঞ্জ ডাউন মোড়স্থ বাজুস কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বাগমারা উপজেলা জাপার সভাপতি বিশিষ্ট্য ব্যবসায়ী আবু তালেব প্রামানিক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাজুস এর বাগমারা উপজেলা শাখার সভাপতি রকিবুল ইসলাম রেন্টু, সাধারন সম্পাদক রহিদুল ইসলাম, সাংগঠনিক স¤পাদক মাজেদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, যুগ্নসাধারন সম্পাদক এসার উদ্দীন, সহসভাপতি আবুল কালাম, জেলাল উদ্দীন ও কানায় চন্দ্র প্রমূখ।
এফআর/অননিউজ