রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমার প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বাগমারার হাট গাঙ্গোপাড়ায় বাসনা জনকল্যাণ সংস্থার শাখা উদ্বোধন করেছেন।
এ উপলক্ষ্যে সোমবার সংস্থার হাটগাঙ্গোপাড়া কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন।
গাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- হাট গাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস.এম মাহবুবুর রহমান, বাগমারা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, জনতা ব্যাংক পিএলসি হাট গাঙ্গোপাড়া শাখার ব্যবস্থাপক প্রদীপ কুমার সরকার, আইএফআইসি ব্যাংক পিএলসি তাহেরপুর শাখার ব্যবস্থাপক আরিফুল ইসলাম, বাসনা জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আজাহারুল ইসলাম ও সমন্বয়কারী সোহরাব হোসেন প্রমূখ।
এফআর/অননিউজ