বাগমারায় বিএনপির আহবায়ক ডিএম জিয়ার লিফলেট বিতরণ
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪, বাগমারা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রধান শিক্ষক ডি.এম জিয়াউর রহমান জিয়া হাটগাঙ্গোপাড়া বাজারে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছেন। সোমবার বিকেলে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি তার ছবি সম্বলিত উন্নয়নমূলক প্রতিশ্রæতির পোস্টার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ, ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও গণসযোগ করেন। এরপর সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া বাজারের তেঁতুল তলা তিন মাথার মোড়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন ডি.এম জিয়াউর রহমান জিয়া। পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বাগমারা উপজেলা কমিটির সভাপতি বিধারন চন্দ্র প্রামানিক, সাধারণ সম্পাদক সুব্রত মন্ডল বিদ্যুত, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বাগমারা উপজেলা কমিটির সভাপতি শন্তুনাথ প্রামানিক, সাধারণ সম্পাদক নীরেন্দ্রনাথ প্রামানিক, অধ্যাপক মনোরঞ্জন সরকার, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার সৈয়দ আলী, সাধারণ সম্পাদক শাহনাজ পারভিন আদুরী ও বিএনপি নেতা অধ্যাপক সৈয়ব আলী প্রমূখ।