বাগমারায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্ম বার্ষিকী পালিত
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় দামনাশ বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহŸায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রধান শিক্ষক ডি.এম জিয়াউর রহমান জিয়া। আলোচনা সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার সৈয়দ আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহনাজ পারভিন আদুরী, সিনিয়র সহ-সভাপতি মজিবর রহমান, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বাক্কার, বাগমারা উপজেলা ছাত্রদলের আহŸায়ক কমিটির সদস্য আসাদুল ইসলাম ও বিএনপি নেতা খয়বর সহ আরো অনেকে। আলোচনা সভা ও দোয়া পরিচালনা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়।
আই/অননিউজ২৪।।