বাগমারায় বিএনপির মানববন্ধনে আ.লীগ নেতা ভিডিও ভাইরাল
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

বাগমারার সাবেক এমপি আবুল কালাম আজাদের অবৈধ দখল করা সম্পত্তি পুর্নবাসনের চেষ্টার
প্রতিবাদে বিএনপির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ গ্রহণ করেছেন তাহেরপুর
পৌর আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুবুর রহমান বিপ্লব। এই ঘটনায় এলাকায়
ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা গেছে, তাহেরপুর কলেজ চত্বরের ভেতরে ও কলেজের চারদিকে সাতটি পুকুরসহ প্রায় তিন
একর ভিপি সম্পত্তি রয়েছে। রাজশাহী-৪, বাগমারা আসনের বর্তমানে কারাবন্দি সংসদ সদস্য
আবুল কালাম আজাদ তাহেরপুর পৌরসভার মেয়র থাকাকালে তাহেরপুর কলেজ সংলগ্ন ভিপি
সম্পত্তিতে পৌরসভার অর্থায়নে ১৯ লাখ টাকা ব্যায়ে ৪১ টি ঘর নির্মাণ করেন। পরবর্তীতে
তিনি ওইসব ঘর পৌরসভার নামে ভাড়া দিয়ে ৩১ লাখ টাকা আতœসাত করেন। গত ৫ আগস্ট
আ.লীগ সরকারের পতনের পর স্থানীয় বিএনপির লোকজন ঘরগুলো দখল করে নিয়ে তাহেরপুর কলেজের
নামে ভাড়া দেওয়া হয়। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল ইসলাম কলেজ
কর্তৃপক্ষকে ওই ঘরগুলো থেকে ভাড়া আদায় করতে নিষেধ করে পৌর কর্তৃপক্ষকে দায়িত্ব দেন। এই
ঘটনায় কারাবন্দি সাবেক এমপি আবুল কালাম আজাদের অবৈধভাবে দখল করা সম্পত্তি উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল ইসলাম পুর্নবাসনের চেষ্টা করছেন বলে তার অপসারণ
দাবিতে তাহেরপুর পৌর কৃষকদলের আহŸায়ক আলাল উদ্দিনের নেতৃত্বে মঙ্গলবার তাহেরপুর
পৌরসভার হরিতলা মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ওই মানববন্ধনে বিএনপির
নেতা-কর্মিদের সাথে তাহেরপুর পৌর আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুবুর
রহমান বিপ্লবও অংশ গ্রহণ করেন। আর মূহুর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে পড়ে। এদিকে
প্রভাষক মাহবুবুর রহমান বিপ্লব বলেছেন, রাজনৈতিক পরিচয়ে নয়, কলেজের শিক্ষক হিসাবে
তিনি ওই মানববন্ধনে যোগ দিয়েছেন।
মজ/অননিউজ২৪