বাগমারায় নাসা বাংলাদেশ লিমিটেড এন্ড মেসার্স জাহিদ এন্টারপ্রাইজ গ্রুপের উদ্যোগে এলাকার গরিব ও অসহায় পরিবারের লোকজনের মাঝে বিনা মূল্যে চোখের বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সোমবার সারা দিনব্যাপী দ্বীপপুর ইউনিয়নের নানসর মাদ্রাসা মোড়ে সংস্থার প্রধান কার্যালয়ে ভবানীগঞ্জ চক্ষু হাসপাতালের পক্ষ থেকে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় নাসা বাংলাদেশ লিমিটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে ও শাখা ব্যবস্থাপক আলমগীর হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখে- ভবানীগঞ্জ চক্ষু হাসপাতালের পরিচালক হেলাল উদ্দিন, ডাক্তার আবু হেনা রিপন, ডাক্তার দুলাল হোসেন, নাসা ইন্টেরিয়র তোফাজ্জল হোসেন, আসাদুজ্জামান আসাদ ও রায়হান আলী প্রমূখ।