বাগমারার মচমইল উচ্চ বিদ্যালয়, হাটগাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়, বাইগাছা উচ্চ বিদ্যালয়,তাহেরপুর উচ্চ বিদ্যালয় ও হামিরকুৎসা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন হাইস্কুলে বিধি
বর্হিভুতভাবে ছাত্র-ছাত্রী ভর্তি করানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ওই অভিযোগে মুগাইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ আল আসাদসহ উপজেলা মোট ১৩ টি হাইস্কুলের প্রধান শিক্ষক স্বাক্ষর করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মচমইল উচ্চ বিদ্যালয়, হাটগাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়, বাইগাছা উচ্চ বিদ্যালয়, তাহেরপুর উচ্চ বিদ্যালয় ও হামিরকুৎসা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন হাইস্কুলে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশ অমান্য করে বিধি বর্হিভুতভাবে ২৫০ থেকে ৩০০ জনেরও অধিক ছাত্র-ছাত্রী ভর্তি করানো হচ্ছে। এতে পাশর্^বর্তী হাইস্কুলগুলোতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। গত ১১ নভেম্বর তারিখের মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের স্বাক্ষরিত এক পরিপত্রে বলা হয়েছে- যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি শাখায় ৫৫ জনের বেশি ছাত্র-ছাত্রী ভর্তি করানো যাবে না এবং তা লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কিন্তু শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে অভিযুক্ত বিদ্যালয়গুলোতে সেই নির্দেশ মানা হচ্ছে না। কাজেই বিষয়টি দ্রæত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেছেন, এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।
একে/অননিউজ24