রাজশাহীর- ৪ আসন বাগমারায় নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকরা বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের সমর্থকদের উপর হামলা করেছে বলে খবর পাওয়া গেছে। এসব হামলায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। এছাড়া গোবিন্দপাড়া ইউনিয়নের দামনাশ বাজারে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রচারণা গাড়ি ভাংচুর করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে এনা গ্রæপের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ড. মোসলে উদ্দিন ও জেনারেল ম্যানেজার হোসেন আলী সহ স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের ৭-৮ জন সমর্থক মাইক্রোবাসের সামনে কাঁচি মার্কার পোস্টার লাগিয়ে দামনাশ বাজারে প্রচারণা চালাতে যান। এ সময় নৌকার প্রার্থী আবুল কালামের কয়েকজন সমর্থক হামলা চালিয়ে ওই গাড়িটি (ঢাকা মেট্রো-চ ১৩-৮৮৪৮) ভাংচুর করে। এই ঘটনায় গাড়ির চালক এমরান আলী বাদি হয়ে রনি, মোস্তাক ও আফাজ সহ ৬ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেছেন।
এদিকে মঙ্গলবার সকালে যাত্রাগাছী বাজারে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের সমর্থক মাড়িয়া ইউপির ৩নং ওয়ার্ড সদস্য আশরাফুল ইসলামকে নৌকার প্রার্থীর সমর্থক আসাদুজ্জামান ফুলসারের নেতৃত্বে হামলা করে মাথা ফাটিয়ে দেওয়া হয়। আশংকাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে আচিনঘাট এলাকায় স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের কাঁচি প্রতীকের পোস্টার লাগানোর সময় নৌকার প্রার্থীর সমর্থকদের মারপিটে বাপ্পি, হৃদয় ও রুবায়েদ সহ মোট ৬ জন আহত হয়। এছাড়া কাঁচি প্রতীকের ব্যানার নিয়ে সাইকেলযোগে প্রচারনার সময় তাহেরপুর পৌর এলাকায় নৌকা প্রার্থীর সমর্থকরা মারপিট করে জিল্লুর, আনোয়ার ও কাশেম সহ ৮ জন শিশুকে আহত করেছে।
থানার ওসি অরবিন্দ সরকার বলেন সব প্রার্থীরাই যেন নির্বিঘ্নে নির্বাচনী প্রচারণা চালাতে পারে তার জন্য প্রশাসন তৎপর রয়েছে।
এফআর/অননিউজ